বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৯ পয়েন্টে। তবে সূচক বাড়লেও লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে, যা বাজারে ক্রেতা সংকটের ইঙ্গিত দিচ্ছে।
ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৮৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে। ধারাবাহিক দরপতনের কারণে ক্রেতা সংকটে পড়ে ১০টি কোম্পানির শেয়ার হল্টেড অবস্থায় লেনদেন বন্ধ থাকে।
হল্টেড হওয়া কোম্পানিগুলো
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন যেসব কোম্পানির শেয়ার হল্টেড হয়েছে, সেগুলো হলো—
পিপলস লিজিং, এফএএস (ফাস) ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, ফার্স্ট ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, ফ্যামিলি টেক্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) এবং জিএসপি ফাইন্যান্স।
সর্বোচ্চ দরপতন
হল্টেড তালিকায় সর্বোচ্চ দরপতন হয়েছে পিপলস লিজিংয়ের। এদিন কোম্পানিটির শেয়ার দর ৫ পয়সা বা ১০ দশমিক ৬৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪২ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে ফাস ফাইন্যান্সের। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দর ৬ পয়সা বা ১০ দশমিক ৫৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫১ পয়সায়।
তৃতীয় অবস্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং। এদিন কোম্পানিটির শেয়ার দর ৫ পয়সা বা ১০ দশমিক ২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৪ পয়সায়।
অন্যান্য কোম্পানির দরপতন
অন্য কোম্পানিগুলোর মধ্যে—
ফারইস্ট ফাইন্যান্স: ৫ পয়সা বা ৯.৮০% ↓
ইন্টারন্যাশনাল লিজিং: ৫ পয়সা বা ৯.৮০% ↓
ফার্স্ট ফাইন্যান্স: ২০ পয়সা বা ৯.০৯% ↓
প্রাইম ফাইন্যান্স: ১০ পয়সা বা ৯.০৯% ↓
ফ্যামিলি টেক্স: ১০ পয়সা বা ৮.৩৩% ↓
বিআইএফসি: ১০ পয়সা বা ৭.১৪% ↓
জিএসপি ফাইন্যান্স: ১০ পয়সা বা ৭.১৪% ↓
বিশ্লেষকদের মতে, সূচক ঊর্ধ্বমুখী থাকলেও আর্থিক খাতভুক্ত দুর্বল মৌলভিত্তির কোম্পানিগুলোর শেয়ারে ক্রেতার অভাবে ধারাবাহিক দরপতন হচ্ছে। ফলে এসব শেয়ার কারিগরি কারণে হল্টেড হচ্ছে, যা বাজারে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের বিষয়ে সতর্কবার্তা দিচ্ছে।
























