ঢাকা   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

অনলাইন কেনাকাটায় নগদ পেমেন্টে ছাড়

কেনাকাটা

প্রকাশিত: ১৩:৪১, ৪ নভেম্বর ২০২০

অনলাইন কেনাকাটায় নগদ পেমেন্টে ছাড়

ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ চলতি বছরের শেষ দুই মাসকে ‘অনলাইন শপিং ফেস্টিভ্যাল’ হিসেবে ঘোষণা করেছে। যেখানে নির্ধারিত কিছু অনলাইন শপ থেকে কেনাকাটায় নগদের মাধ্যমে মার্চেন্ট পেমেন্ট করলেই ৫ থেকে ১০ শতাংশ ছাড় পাবেন গ্রাহকরা।  

 

ঘোষিত ক্যাম্পেইনে ফেয়ার ডিস্ট্রিবিউশনের টেলিভিশন ও এভি ছাড়াও সব হোম অ্যাপ্লায়েন্স, অ্যাকসেসরিজ ও স্মল অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে। একই সুবিধা রয়েছে ফ্লাইট এক্সপার্টের মাধ্যমে যেকোনো এয়ার টিকিট কেনার ক্ষেত্রেও। সব ক্ষেত্রেই গ্রাহকরা মার্চেন্টের নির্ধারিত অনলাইন শপে গিয়ে পণ্য বা সেবা কিনতে পারবেন।

শেয়ার বিজনেস24.কম