ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সাউথইস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান হলেন আকিকুর রহমান

কর্পোরেট

বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৩:৪৬, ২২ সেপ্টেম্বর ২০২৩

সাউথইস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান হলেন আকিকুর রহমান

মো. আকিকুর রহমান সাউথইস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৭০৭তম বোর্ডসভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তিনি নির্বাচিত হন।

মো. আকিকুর রহমান ১৯৪৫ সালের ১৫ ফেব্রুয়ারি সিলেটের সোনারপাড়া, নবারুনের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম মো. আজিজুর রহমান ও মা মরহুমা নজিবুন্নেছা। দেশের অন্যতম সফল ব্যবসায়ী মো. আকিকুর রহমান সাউথইস্ট ব্যাংকের প্রতিষ্ঠালগ্ন থেকে উদ্যোক্তা পরিচালক হিসেবে যুক্ত আছেন।

তিনি আরএআর হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, গাজীপুরের ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত রয়েছেন। মো. আকিকুর রহমান যুক্তরাজ্যের আরএআর ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান। এ ছাড়া যুক্তরাজ্যের ডর্কিং মুসলিম কমিউনিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। 

শেয়ার বিজনেস24.কম