facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৬ এপ্রিল মঙ্গলবার, ২০২৪

Walton

রপ্তানির নতুন বাজার খোঁজার পরামর্শ প্রধানমন্ত্রীর


২০ মার্চ ২০২৩ সোমবার, ০১:০৫  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


রপ্তানির নতুন বাজার খোঁজার পরামর্শ প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে পণ্য আমদানি করতে আগ্রহী জানিয়ে রপ্তানিকারকদের পণ্য বহুমুখীকরণ ছাড়াও বিদেশে নতুন নতুন বাজার খোঁজার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ মার্চ) গণভবনে রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটির ১১তম সভায় সংশ্লিষ্টদের এই পরামর্শ দেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বলেন, `রপ্তানি পণ্য বহুমুখী করা একান্তভাবে প্রয়োজন। আমাদের নতুন নতুন বাজার খুঁজতে হবে।` সরকারপ্রধান বলেন, `বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে আমদানি করতে আগ্রহী। অনেক দেশ এখন আমাদের কাছ থেকে বিভিন্ন পণ্য নিতে চায়, কিনতে চায়। আমরা সেটা করতে পারি।`

রপ্তানির ক্ষেত্রে তথ্য-প্রযুক্তি পণ্যের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, `ডিজিটাল ডিভাইস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পণ্য হিসেবে চলে এসেছে। এর চাহিদাটাও বাড়ছে।`

দেশে বিদেশি বিনিয়োগ বাড়ছে জানিয়ে তিনি বলেন, `আমরা যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি সেখানে গার্মেন্টস, ওষুধ, হালকা, ভারী শিল্প, মোটর গাড়ি, ইলেকট্রনিক মোটরগাড়িসহ বিভিন্ন ধরনের বিনিয়োগ আসছে। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ এখন সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।`

শেখ হাসিনা বলেন, `খাদ্যপণ্য রপ্তানি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে গুরুত্ব দিতে হবে। অনেকগুলো দেশ আমাদের কাছ থেকে খাদ্যপণ্য নিতে চাচ্ছে।`

এ সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে নতুন বাজার সৃষ্টির সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধের খারাপ দিকের সঙ্গে বাজার সৃষ্টির একটা সুযোগও সামনে আসছে। সেই জায়গাটা আমাদের ধরা দরকার।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: