
রদ্রিগো গুজ- বেশ কদিন ধরেই আন্তর্জাতিক ফুটবলে এই নামটি নিয়ে আলোচনা-সমালোচনা, হাসি-ঠাট্টা অনেক কিছুই হচ্ছে। আর হবেই বা না কেনো? তরুণ এ ব্রাজিলিয়ান তারকা যে তর্কে জড়িয়েছিলেন সর্বকালের সেরা ফুটবলারের সঙ্গে!
বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচের বিতর্কিত সব ঘটনার কথা মোটামুটি সবারই কম বেশি জানা। রদ্রিগো নিজের সেদিন এক বিতর্ক সৃষ্টি করেছিলেন। লিওনেল মেসির সঙ্গে তর্কে জড়িয়েছিলেন তিনি। শুধু তাই না, ফুটবল জাদুকরকে বলেছিলেন, তোমরা কাপুরুষ, তাই মাঠ ছেড়ে চলে গেছো।
ফলে বেশ সমালোচনার মুখে ছিলেন ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা এই ব্রাজিলিয়ান তারকা। আর সমালোচনার জবাবটাও বেশ ভালোভাবেই দিলেন তিনি। লা লিগায় কাল কাদিজের বিপক্ষে মাঠে নেমেছিল স্প্যানিশ জায়ান্টরা। এই ম্যাচে রদ্রিগো নিজেই করেছেন ২ গোল, আরেকটি করিয়েছেন জুড বেলিংহামকে দিয়ে। ফলে ৩-০ গোলের জয় পেয়েছে রিয়াল।
স্প্যানিশ জায়ান্টদের সামনে সুযোগ ছিল কাদিজের বিপক্ষে জিতে ফের লা-লিগায় শীর্ষ স্থানে ওঠার। সে সুযোগটি ভালোভাবেই নিয়েছেন রদ্রিগোরা। ম্যাচের শুরু থেকেই চেপে ধরে প্রতিপক্ষকে। যার ফলে ১৪ মিনিটের মাথায়ই গোলের দেখা পায় গ্যালাক্টিকোরা। বেলিংহামের বাড়িয়ে দেয়া বল নিয়ে একক নৈপুণ্যে গোলের লক্ষ্যে এগিয়ে যান এই ব্রাজিলিয়ান তারকা, এরপর দারুণ এক শটে করেন লক্ষ্যভেদ। ফলে এক গোলের লিড পায় রিয়াল।
প্রথমার্ধ শেষ হওয়ার আগে কাল গোল করার আরও কয়েকটি সুযোগ পেয়েছিল রিয়াল। কিন্তু ঠিকঠাক কাজে লাগাতে পারেননি বেলিংহামরা। ওদিকে কাদিজও পাল্টা আক্রমণে সমতায় ফেরার চেষ্টায় ছিল। কিন্তু শেষ পর্যন্ত পারেনি তারাও। ফলে এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল।
এদিকে বিরতি থেকে ফেরার পর আরও দুই গোলের দেখা পায় রিয়াল। ম্যাচের ৬৪ মিনিটে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করেন রদ্রিগো। এর মিনিট দশেক পর ব্রাজিলিয়ান এই তরুণ তারকার সহায়তায়ই গোল করেন ইংলিশ তারকা বেলিংহাম। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি কাদিজ। ফলে রিয়াল মাঠ ছাড়ে ৩-০ গোলের জয় নিয়ে।
এই জয়ে ১৪ ম্যাচে রিয়ালের পয়েন্ট এখন ৩৫, আছে টেবিলের এক নম্বরে। এক ম্যাচ কম খেলে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে জিরোনা।
শেয়ার বিজনেস24.কম