ঢাকা   বুধবার ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

মুনাফায় ফিরেছে ন্যাশনাল ফিড মিল, ৯ মাসে লোকসান কমেছে ৮৬%

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৫, ৩১ ডিসেম্বর ২০২৫

মুনাফায় ফিরেছে ন্যাশনাল ফিড মিল, ৯ মাসে লোকসান কমেছে ৮৬%

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেড চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক ও নয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত হিসাব অনুযায়ী, কোম্পানিটি দীর্ঘদিনের লোকসান কাটিয়ে ফের মুনাফায় ফিরেছে, যা বিনিয়োগকারীদের জন্য একটি শক্তিশালী ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদনটি অনুমোদন দেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি–মার্চ প্রান্তিকে ন্যাশনাল ফিড মিল শেয়ারপ্রতি ৫ পয়সা মুনাফা (ইপিএস) অর্জন করেছে। যেখানে আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ১৮ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটি লোকসান কাটিয়ে মুনাফায় ফিরে এসেছে।

অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই ২০২৪–মার্চ ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৬ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৪৩ পয়সা। অর্থাৎ নয় মাসে লোকসান কমেছে ৩৭ পয়সা বা ৮৬.০৫ শতাংশ

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, লোকসান উল্লেখযোগ্যভাবে কমলেও কোম্পানিটি এখনো পুরোপুরি সংকটমুক্ত হয়নি। তবে ধারাবাহিক উন্নতি ভবিষ্যতে আর্থিক স্থিতিশীলতায় ফেরার ইঙ্গিত দিচ্ছে।

২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে ন্যাশনাল ফিড মিলের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ০১ পয়সা, যা কোম্পানির সম্পদভিত্তিক অবস্থান তুলনামূলকভাবে স্থিতিশীল হওয়ার ইঙ্গিত দেয়।

বাজার বিশ্লেষকদের মতে, তৃতীয় প্রান্তিকে মুনাফায় ফেরা এবং নয় মাসে বড় পরিসরে লোকসান কমাতে পারা ন্যাশনাল ফিড মিলের জন্য একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। তবে এই অগ্রগতি ধরে রাখতে হলে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ, বিক্রি বাড়ানো এবং দক্ষ ব্যবস্থাপনার ওপর আরও গুরুত্ব দিতে হবে।