ঢাকা   বুধবার ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

২০২৫ সালে শেয়ারবাজারে মন্দা, তবু মূলধনে রেকর্ড ৯ লাখ কোটি টাকার প্রবৃদ্ধি

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:১৯, ৩১ ডিসেম্বর ২০২৫

সর্বশেষ

২০২৫ সালে শেয়ারবাজারে মন্দা, তবু মূলধনে রেকর্ড ৯ লাখ কোটি টাকার প্রবৃদ্ধি

২০২৫ সালে দেশের শেয়ারবাজারে সূচক ও লেনদেনের ক্ষেত্রে মন্দাভাব লক্ষ্য করা গেলেও, এর মধ্যেই বাজার মূলধনে দেখা গেছে বড় ধরনের ইতিবাচক প্রবৃদ্ধি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বার্ষিক বাজার পর্যালোচনায় উঠে এসেছে—বছরজুড়ে মন্দা থাকলেও শেয়ারবাজারে প্রায় ৯ লাখ কোটি টাকার নতুন মূলধন যুক্ত হয়েছে।

ডিএসইর তথ্যমতে, সমাপ্ত বছরে প্রধান সূচক ডিএসইএক্স ৩৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৫ পয়েন্টে। বছরের শুরুতে, অর্থাৎ ১ জানুয়ারি ২০২৫-এ সূচকটি ছিল ৫ হাজার ২১৮ পয়েন্ট।

 সূচকে সার্বিক পতন

অন্য সূচকগুলোর অবস্থানও একই ধরনের নিম্নমুখী ছিল—
 শরিয়াহ সূচক (ডিএসইএস) কমেছে ১৬৪ পয়েন্ট, দাঁড়িয়েছে ১,০০১ পয়েন্টে
 ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ কমেছে ৮৮ পয়েন্ট, দাঁড়িয়েছে ১,৮৫৪ পয়েন্টে

 লেনদেনে বড় ধস

২০২৫ সালে ডিএসইতে মোট
 ৪ হাজার ৫২৪ কোটি ৭৪ লাখ শেয়ার লেনদেন হয়েছে
 মোট লেনদেন হয়েছে ৩ কোটি ৮৮ লাখ ৯৪ হাজারের বেশি বার
 লেনদেনের আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ১৪৮ কোটি টাকা

অন্যদিকে, ২০২৪ সালে লেনদেনের পরিমাণ ছিল ১ লাখ ৪৮ হাজার ৫১২ কোটি টাকা। ফলে এক বছরে লেনদেন কমেছে প্রায় ২৩ হাজার ৩৬৩ কোটি টাকা।

 তবু মূলধনে রেকর্ড বৃদ্ধি

সূচক ও লেনদেন কমলেও সবচেয়ে চমকপ্রদ তথ্য এসেছে বাজার মূলধনে।

 ৩০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত
 ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে
১৬ কোটি ৪১ লাখ ১৭ হাজার ৭২৩ কোটি টাকা

যেখানে ২০২৪ সালে ছিল
১৬ কোটি ৩২ লাখ ৪৯ হাজার ১৯২ কোটি টাকা

অর্থাৎ এক বছরে বাজার মূলধন ৮ লাখ ৬৮ হাজার ৫৩১ কোটি টাকা বেড়েছে, যা ইতিহাসে অন্যতম বড় বৃদ্ধি।

 লেনদেনের দিন

ডিএসইর তথ্যানুযায়ী,
 ২০২৫ সালে মোট ২৪০ কার্যদিবস লেনদেন হয়েছে
 ২০২৪ সালে ছিল ২৩৫ কার্যদিবস

 বিশ্লেষণ

বাজার বিশ্লেষকদের মতে,

সূচক ও লেনদেনে দুর্বলতা থাকলেও

নতুন তালিকাভুক্তি, পুনর্মূল্যায়ন এবং সম্পদমূল্য বৃদ্ধির কারণে
 বাজার মূলধনে বড় উল্লম্ফন ঘটেছে।

তারা বলছেন, এটি বাজারে আস্থার আংশিক পুনরুদ্ধারের ইঙ্গিত, তবে টেকসই উন্নয়নের জন্য বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নীতিগত সংস্কার ও স্থিতিশীলতা জরুরি।

সর্বশেষ