ঢাকা   বুধবার ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

তৃতীয় প্রান্তিকে পিপলস লিজিংয়ের লোকসান কমেছে ২৪%, তবুও চাপে আর্থিক অবস্থান

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:৩১, ৩১ ডিসেম্বর ২০২৫

তৃতীয় প্রান্তিকে পিপলস লিজিংয়ের লোকসান কমেছে ২৪%, তবুও চাপে আর্থিক অবস্থান

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড চলতি ২০২৫–২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ধারাবাহিক লোকসান থাকলেও আগের বছরের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান উল্লেখযোগ্য হারে কমেছে, যা বিনিয়োগকারীদের জন্য কিছুটা স্বস্তির ইঙ্গিত দিচ্ছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত এই প্রতিবেদনে জানানো হয়েছে—এর আগে সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদনটি অনুমোদন করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুলাই–সেপ্টেম্বর সময়ে তৃতীয় প্রান্তিকে পিপলস লিজিংয়ের শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৩ টাকা ১৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ টাকা ১৭ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান কমেছে ১ টাকা ২ পয়সা, অর্থাৎ প্রায় ২৪.৪৬ শতাংশ

অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই–সেপ্টেম্বর) কোম্পানিটির মোট শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৯ টাকা ৭৭ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৯ টাকা ৯০ পয়সা। অর্থাৎ নয় মাসে লোকসান কমেছে ১৩ পয়সা বা ১.৩১ শতাংশ

তবে লোকসান কিছুটা কমলেও কোম্পানির আর্থিক অবস্থান এখনো উদ্বেগজনক। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে পিপলস লিজিংয়ের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ঋণাত্মক ১৫২ টাকা ৬৯ পয়সা অবস্থানে রয়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, লোকসান কমার প্রবণতা ইতিবাচক হলেও বিপুল অঙ্কের ঋণাত্মক এনএভি কোম্পানিটির জন্য বড় চ্যালেঞ্জ। কার্যকর ব্যবস্থাপনা, কাঠামোগত সংস্কার এবং ব্যবসায়িক গতি না বাড়লে এই সংকট থেকে বের হওয়া কঠিন হবে।