শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির গুরুত্বপূর্ণ বোর্ড সভা আজ সোমবার (১৭ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত হবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানায়, সভায় কোম্পানিগুলো তাদের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করবে, যেটি এখন বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দু।
সিলকো ফার্মা তাদের ৩০ জুন, ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। অন্যদিকে দেশ গার্মেন্টস জুলাই–সেপ্টেম্বর, ২০২৫ অর্থবছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে ইপিএস প্রকাশ করবে বলে জানা গেছে।
























