বাংলাদেশের অর্থনীতি এখন অনেক ভালো অবস্থানে আছে এবং ধীরে ধীরে পুনরুজ্জীবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা অধ্যাপক ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “অর্থনীতি ধ্বংস হয়নি, বরং আগের তুলনায় এখন আরও শক্ত ভিত্তিতে দাঁড়াচ্ছে।” গত আগস্টের কঠিন সময় অতিক্রম করে বর্তমানে অর্থনৈতিক সূচকগুলো ইতিবাচক ধারার দিকে এগোচ্ছে।
রবিবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘নগদ–ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অর্থ উপদেষ্টা জানান, সরকারের বিভিন্ন কার্যকর পদক্ষেপ ও সংস্কারের ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি ফিরে এসেছে। রিজার্ভ ও রপ্তানি খাতে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে, যা অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে নিয়ে যাচ্ছে। যদিও দেশের অভ্যন্তরে কিছু চাপ এখনও রয়েছে, তবে বিশ্ববাজারে বাংলাদেশের প্রতি দৃষ্টিভঙ্গি ইতিবাচক বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বড় আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশের অর্জন সম্পর্কে অবগত এবং তারা ইতোমধ্যে এই অগ্রগতিকে স্বীকৃতি দিয়েছে। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে অতিরিক্ত ব্যয় কমানো, জবাবদিহিতা নিশ্চিত করা এবং প্রকল্প বাস্তবায়নে সংযম দেখাতে হবে। অতীতের কিছু মেগা প্রকল্প সঠিক ফল দিতে না পারায় সেখান থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।
ড. সালেহউদ্দিন আরও বলেন, আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান কাঠামোকে সমন্বয় ও পরিমার্জন করে নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করাই এখন প্রধান কাজ, যাতে তারা উন্নয়নকে আরও আধুনিক ও কার্যকরভাবে এগিয়ে নিতে পারে।
তিনি উল্লেখ করেন, জাতীয় উন্নয়ন কেবল অর্থনৈতিক সূচকে সীমাবদ্ধ নয়—জনগণ এখন খাদ্যের পাশাপাশি উন্নত শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা চায়। তাই এসব খাতে জোর দিতে হবে যাতে বাংলাদেশ আরও সমৃদ্ধ ও সুখী দেশে পরিণত হয়।
এ সময়ে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা তুলে ধরে তিনি বলেন, গঠনমূলক সমালোচনা ও অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএপিও-নগদের চেয়ারম্যান কায়সার এ. চৌধুরী। এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বক্তব্য রাখেন।
























