ঢাকা   মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

বাতিল হলো মাগুরা মাল্টিপ্লেক্সের বিশেষ শেয়ার ইস্যু পরিকল্পনা

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:২৬, ২৫ আগস্ট ২০২৫

বাতিল হলো মাগুরা মাল্টিপ্লেক্সের বিশেষ শেয়ার ইস্যু পরিকল্পনা

শেয়ারবাজারে তালিকাভুক্ত মাগুরা মাল্টিপ্লেক্স লিমিটেড মূলধন বাড়াতে শেয়ার বরাদ্দের উদ্যোগ নিলেও সেটি অনুমোদন দেয়নি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিষয়টি রোববার (২৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কোম্পানিটি তাদের পরিশোধিত মূলধন ২৯ কোটি ৬০ লাখ টাকা থেকে ৩০ কোটি টাকায় উন্নীত করতে চেয়েছিল। ঘাটতি পূরণের অংশ হিসেবে তিন উদ্যোক্তার নামে অভিহিত মূল্য ১০ টাকায় ৩৯ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার বরাদ্দের প্রস্তাব দেয় তারা।

তবে বিএসইসি জানায়, প্রক্রিয়াটি আইনসঙ্গত ছিল না। প্রস্তাবটি সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে তোলা হয়নি, বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়নি এবং মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশও করা হয়নি। পাশাপাশি বাজারদরের তুলনায় অনেক কম দামে শেয়ার ইস্যুর প্রস্তাব দেওয়া হয়েছিল, যা ১১৪ টাকার পরিবর্তে মাত্র ১০ টাকায় নির্ধারণ করা হয়। এছাড়া নিরীক্ষিত আর্থিক বিবরণীতেও গুরুত্বারোপযোগ্য মন্তব্য ছিল।

এসব কারণে কমিশন প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। উল্লেখ্য, ডিএসই লিস্টিং রেগুলেশন, ২০১৫–এর বিধি ৯(আই) অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানিকে ন্যূনতম ৩০ কোটি টাকার পরিশোধিত মূলধন বজায় রাখতে হয়। সেই শর্ত পূরণের লক্ষ্যেই মাগুরা মাল্টিপ্লেক্স এই উদ্যোগ নিয়েছিল।