
রাজশাহী বিভাগ সমিতি, ঢাকার সদস্য সভা গত শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ মানেজমেনট( বিআইএম) কনফারেন্স রুমে সমিতির আহবায়ক মীর কাশিম কমল এর সভাপতিত্বে সমিতির কার্যক্রম ও আগামীর পরিকল্পনা তুলে ধরেন কমিটির সদস্য সচিব সিনিয়র সাংবাদিক ও ফরেন এডুকেশন ও অভিবাসন কনস্যালট্যান্ট নূরনবী সিদ্দিক সুইন।
আর্থিক বিবরণী উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মোফাখখারুল ইসলাম। সভাতে কম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণার সিদ্ধান্ত হয়। একইসাথে সদস্য বাড়ানো, খসড়া গঠনতন্ত্র পর্যালোচনা করে চূড়ান্ত করাসহ বেশ কিছু কার্যক্রম নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে অন্যদের মধ্যে অংশ নেন বনলতা কনফারেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুব আলম; আমানাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসউদুল হক, কারিমা সলিডারিটির কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আলী সোহেল; সাবেক পুলিশ কর্মকর্তা সামিউল হাসান লিটন; ঢাবির কর্মকর্তা তারিক হাসান রাসেল; আজাদ হোসেন হাজারী; ব্যবসায়ী প্রকৌশলী জাকির হোসেন দুলাল; ব্যবসায়ী প্রকৌশলী মোস্তফা জাকির আহমেদ; লেখক ইসমাইল হোসেন ইসমী; পঙ্গু হাসপাতালের সাবেক কর্মকর্তা আবদুস সালাম ভুইআ; জেটিজেড ইঞ্জিনিয়ারিং এর হেড অব বিজনেস মো লিটন হোসেন; বিআইএম কর্মকর্তা সারওয়ার হোসেন তালুকদার; স্বাস্থ্য অধিদপ্তরের মো আরিফুর রহমান; আউটডোর কনসালটানসির মাসুদ পারভেজ সম্রাট; একেআর টেকনোলজির সিইও আইউব হোসেন উজ্জল; সিম্পনী সফটটেক লিমিটেডের পরামর্শক মো হাবিবুর রহমান; মো আসলাম হোসেন; মনিপুর স্কুলের শিক্ষিকা নাজমুন নাহার নাজমা; নাটোর জেলা সমিতির সিরাজুল ইসলাম নান্নু, রাজশাহী জেলা সমিতির এখলাসুর রহমান এখলাস; বগুড়া সমিতি, ঢাকার সালজার রহমান প্রমুখ।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে ঢাকার বুকে উত্তরবঙ্গের আট জেলার মানুষের মাঝে অনন্য প্লাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করে সম্পূর্ণ অরাজনৈতিক -অলাভজনক এ সংগঠনটি। ঢাকাতে বসবাসরত রাজশাহী বিভাগের নাগরিকরা নির্ধারিত ফি প্রদান করে পৃষ্ঠপোষক/ আজীবন/সাধারণ সদস্য হতে পারেন।
শেয়ার বিজনেস ২৪,কম/ এনআই/ ২৪ আগস্ট ২০২৫ ইং।