ঢাকা   মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

২৫ আগস্টে ব্লকে পাঁচ কোম্পানির বিশাল লেনদেন

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:০৫, ২৫ আগস্ট ২০২৫

২৫ আগস্টে ব্লকে পাঁচ কোম্পানির বিশাল লেনদেন

 সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৭ কোটি ১ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে রেনাটা পিএলসি'র শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেনাটা পিএলসি'র। এদিন কোম্পানিটির ৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর ১ কোটি ৪৮ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

১ কোটি ২০ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১ কোটি ১৬ লাখ ২৫ হাজার এবং এসপি সিরামিকসের ১ কোটি ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।