
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ আগস্ট) দেশের শেয়ারবাজার ইতিবাচক ধারায় লেনদেন শেষ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৬.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৫৫.৪০ পয়েন্টে। সূচকের এই বড় উত্থানে মূল ভূমিকা রেখেছে সাতটি কোম্পানির শেয়ার। তথ্য অনুযায়ী, এই প্রতিষ্ঠানগুলো সূচকে যোগ করেছে প্রায় ৩০ পয়েন্ট। সূত্র: লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল।
বাজারে সূচক বৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান রেখেছে ব্র্যাক ব্যাংক। প্রতিষ্ঠানটি এককভাবে প্রায় ৭ পয়েন্ট যোগ করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ২.৫৩ শতাংশ বেড়ে ৬৮ টাকা ৮০ পয়সায় পৌঁছায়। শেয়ার দর দিনভর ৬৭ টাকা ১০ পয়সা থেকে ৬৯ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করেছে। দিনশেষে ব্র্যাক ব্যাংকের লেনদেন হয়েছে ১১ কোটি ৫১ লাখ ৭৮ হাজার টাকার।
দ্বিতীয় সর্বোচ্চ অবদান রেখেছে বিকন ফার্মা। কোম্পানিটি সূচকে ৬ পয়েন্টের বেশি যোগ করেছে। এদিন এর শেয়ার দর ১২ টাকা ৩০ পয়সা বা ৯.৭৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ টাকা ৩০ পয়সায়। লেনদেনের সময় শেয়ার দর ১২৬ টাকা ৯০ পয়সা থেকে ১৩৮ টাকা ৬০ পয়সার মধ্যে ওঠানামা করেছে। দিনশেষে বিকন ফার্মার মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩২ কোটি ৪ লাখ ৫৩ হাজার টাকা।
তৃতীয় সর্বোচ্চ অবদান রাখে ইসলামী ব্যাংক। কোম্পানিটি সূচকে ৪ পয়েন্টের বেশি যোগ করেছে। এদিন এর শেয়ার দর ৭০ পয়সা বা ১.৬২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪৩ টাকা ৯০ পয়সায়। লেনদেনকালীন শেয়ার দর ৪৩ টাকা ৬০ পয়সা থেকে ৪৪ টাকা ৮০ পয়সার মধ্যে ছিল। দিনশেষে কোম্পানিটির মোট লেনদেন দাঁড়ায় ২ কোটি ৯১ লাখ ৬০ হাজার টাকায়।
এছাড়া, অন্য কোম্পানিগুলোর মধ্যে— সিটি ব্যাংক সূচকে যোগ করেছে ৩ পয়েন্টের বেশি, স্কয়ার ফার্মা প্রায় ৩ পয়েন্ট, আর ওরিয়ন ফার্মা ও ব্যাংক এশিয়া যোগ করেছে প্রায় ২ পয়েন্ট করে।