ঢাকা   মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

পাঁচ কোম্পানির শেয়ার কিনতে পারলো না বিনিয়োগকারীরা

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:১৫, ২৫ আগস্ট ২০২৫

পাঁচ কোম্পানির শেয়ার কিনতে পারলো না বিনিয়োগকারীরা

 সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ আগস্ট) শেয়ারবাজারে সূচকের ইতিবাচক ধারা বজায় থেকেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৬৬.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৫৫.৪০ পয়েন্টে। লেনদেনে অংশ নেয়া ৩৯৬ প্রতিষ্ঠানের মধ্যে ২৩৮টির দর বেড়েছে, যা বাজারে ইতিবাচক সাড়া তৈরি করেছে।

এদিন বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে পাঁচটি কোম্পানির শেয়ারে। এগুলো হলো— রিপাবলিক ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ক্রেতা থাকলেও বিক্রেতা না থাকায় কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে যায়। ফলে বিনিয়োগকারীরা কোম্পানিগুলোর শেয়ার চাইলেও কিনতে পারেনি।

সবচেয়ে বেশি দর বৃদ্ধির শীর্ষে ছিল রিপাবলিক ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ টাকা ১০ পয়সায়। দিনজুড়ে শেয়ার দর ৩০ টাকা ৩০ পয়সা থেকে ৩৩ টাকা ১০ পয়সার মধ্যে লেনদেন হয়েছে। দিনশেষে কোম্পানির মোট ৩ কোটি ৩৭ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার হাতবদল হয়।

ওরিয়ন ফার্মা ছিল দ্বিতীয় স্থানে। কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ২০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে ৩৫ টাকা ৪০ পয়সায় পৌঁছায়। লেনদেনকালীন সময় শেয়ারের দর ৩২ টাকা ৪০ পয়সা থেকে ৩৫ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করে। এদিন ওরিয়ন ফার্মার মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১০ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার টাকা।

তৃতীয় অবস্থানে থাকা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪ টাকা ৩০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৮ টাকায়। দিনশেষে কোম্পানিটির মোট লেনদেন হয় ১০ কোটি ৩৫ লাখ ৩০ হাজার টাকার।

অন্যদিকে, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের দর ২ টাকা ৪০ পয়সা বা ৯.৭২ শতাংশ বেড়ে দাঁড়ায় ২৭ টাকা ১০ পয়সায়। আর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ার দর ২০ পয়সা বা ৬.৬৭ শতাংশ বেড়ে পৌঁছায় ৩ টাকা ২০ পয়সায়।