ঢাকা   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

রুবেলকে ভুলতে পারছেন না হ্যাপি, নতুন ভিডিওতে তোলপাড় (ভিডিওসহ)

শেয়ারবাজার

প্রকাশিত: ২০:০৩, ২ জুলাই ২০১৫

রুবেলকে ভুলতে পারছেন না হ্যাপি, নতুন ভিডিওতে তোলপাড় (ভিডিওসহ)

শেয়ারবিজনেস ডেস্ক : চিত্রনায়িকা নাজনিন আক্তার হ্যাপি আর তারকা ক্রিকেটার রুবেলকে নিয়ে প্রেমের নদীর পানি কম দূর গড়ায়নি। সেই পানিতে হাবুডুবু খেয়ে শেষ পর্যন্ত প্রেমের সম্পর্কটির এক তথৈবচ অবস্থার রূপ লাভ করেছে। তবে প্রেম বা ভালোবাসা সেতো স্বর্গ থেকে আসে আর জীবনে অমর হয়ে রয়। সেই কথারই যেন প্রমাণ মিলল হ্যাপির নতুন পোস্ট করা ভিডিওতে। বৃহস্পতিবার সন্ধ্যায় হ্যাপির (https://www.facebook.com/najninakterh) ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্ট করার এক ঘণ্টার মধ্যে ভিডিওটি প্রায় ৯ হাজার বার দেখা হয়ে যায়। নিজের ও রুবেলের ছবি আর মনভোলানো সুরের মূর্চ্ছনা সৃষ্টি ভিডিওটিতে প্রকাশ পায় রুবেলের প্রতি হ্যাপির ভালোবাসার নানা উক্তি। ‘আই অ্যাম নাথিং উইদাউট ইউ, সামার স্কাই’ শিরোনামের আবেগঘন ভিডিওটি পোস্ট করতে গিয়ে হ্যাপি লিখেন, ‘তোমার জন্য ভিডিওটি বানালাম রুবেল, অনেক সময় নিয়ে। জানিনা কেমন হয়েছে।’ এর পর ভিডিওতে হ্যাপি-রুবেলের নানা ভঙ্গিমার ছবির ফাঁকে ফাঁকে ভেসে উঠে রুবেলের প্রতি হ্যাপির ভালোবাসার না বলা নানান উক্তি। প্রথমেই যে লিখা ভেসে উঠে তা হলো- আই লাভ ইউ রুবেল। এরপর একে একে প্রকাশ পায় - অ্যান্ড সি ইজ ট্রু লাভ, মাই ওয়ার্ল্ড রুবেল, আই ক্যান নট লিভ উইদাউট ইউ, দ্য স্টোরি অব লাভ। রুবেলের প্রতি ভিডিওতে শেষ যে উক্তিটি ভেসে উঠে তা হলো- আই অ্যাম নাথিং উইদাউট ইউ, রুবেল লাভ ইউ মোর দেন মাই লাইফ। ভিডিওটিতে লাইক পড়েছে প্রায় সাড়ে তেরোশ’ আর শেয়ার হয়েছে ৮০ বার। [video width="426" height="236" mp4="http://localhost:9000/sharebusiness.com/wp-content/uploads/2015/07/Vidio.mp4"][/video]