ঢাকা   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

বাংলাদেশ সিরিজ স্থগিত, শ্রীলঙ্কা সফর নিয়ে ভাবছে ভারত

খেলার জগৎ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:১৩, ৯ জুলাই ২০২৫

সর্বশেষ

বাংলাদেশ সিরিজ স্থগিত, শ্রীলঙ্কা সফর নিয়ে ভাবছে ভারত

পূর্বনির্ধারিত সূচি অনুসারে ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা আগস্টে। কিন্তু চলতি সপ্তাহে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সফরটি এক বছর পিছিয়ে দেয়। তবে আগস্টের বাংলাদেশ সফর পিছিয়ে দিলেও একই সময়ে শ্রীলঙ্কায় গিয়ে সিরিজ খেলার আলোচনা করছে বিসিসিআই।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজওয়্যার জানিয়েছে, আগস্টে শ্রীলঙ্কা সফরে আসতে পারে ভারত। তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলার জন্য শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও বিসিসিআই আলোচনা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যৎ সূচি পরিকল্পনা (এফটিপি) অনুসারে আগস্টে ভারতের বাংলাদেশ সফরেও সমানসংখ্যক ওয়ানডে ও টি–টোয়েন্টি হওয়ার কথা ছিল।

ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিতের খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায় ৫ জুলাই। সেদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দুই ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রিকেট সূচি পর্যালোচনা করে ২০২৬ সালের সেপ্টেম্বরে সিরিজ আয়োজনে সম্মত হয়েছে। তবে কী কারণে পেছানো হয়েছে, তা বিজ্ঞপ্তিতে বলা হয়নি।

ওই সময় বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, ভারতের কেন্দ্রীয় সরকার ক্রিকেট দলকে বাংলাদেশ সফরে যেতে সায় দিচ্ছে না। দিল্লি প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে বলা হয়, ‘দিল্লি মনে করছে, এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের মধ্যে যে ধরনের শীতল কূটনৈতিক সম্পর্ক বিরাজ করছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতে যে ধরনের বিরূপ মনোভাব দেখা যাচ্ছে, তাতে সে দেশে ভারতের ক্রিকেট দলের সফর কোনো ইতিবাচক বার্তা দেবে না।’

শ্রীলঙ্কার নিউজওয়্যার লিখেছে, বাংলাদেশ সফর স্থগিত হয়ে যাওয়ায় আগস্টে ভারত ক্রিকেট দলের সূচি ফাঁকা হয়ে গেছে। একই সময়ে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) হওয়ার কথা থাকলেও কাকতালীয়ভাবে তা স্থগিত হয়ে গেছে। যে কারণে দুই দলের জন্যই আগস্টের মধ্যভাগে ফাঁকা সূচি রয়েছে।

সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, একটি সংক্ষিপ্ত দ্বিপক্ষীয় সিরিজের সম্ভাব্যতা যাচাই করে দেখছে বিসিসিআই ও এসএলসি। শ্রীলঙ্কা দল জিম্বাবুয়ে সফরের উদ্দেশে দেশ ছাড়ার কথা ২৯ আগস্ট। এর আগেই তিন ওয়ানডে ও তিন টি–টোয়েন্টি আয়োজন নিয়ে আলোচনা চলছে।

সর্বশেষ