ঢাকা   রোববার ৩১ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

শেয়ারবাজারে ১১ ব্যাংকের মুনাফা বেড়ে গেল

শেয়ারবাজারে ১১ ব্যাংকের মুনাফা বেড়ে গেল

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি–জুন, ২০২৫) শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৪টি ব্যাংকের মধ্যে ২৫টি ব্যাংক মুনাফায় ছিল। সম্মিলিতভাবে এ ব্যাংকগুলো অর্ধবার্ষিক সময়ে ৪ হাজার ৬৯৫ কোটি টাকা নিট মুনাফা করেছে। এর মধ্যে ১১টি ব্যাংকের মুনাফা আগের বছরের তুলনায় আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

মুনাফা বৃদ্ধিতে এগিয়ে থাকা ব্যাংকগুলো হলো— ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, ব্যাংক এশিয়া, সাউথইস্ট ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক।

সর্বোচ্চ মুনাফায় ব্র্যাক ব্যাংক

অর্ধবার্ষিক সময়ে সবচেয়ে বেশি মুনাফা বেড়েছে ব্র্যাক ব্যাংকের। আগের বছরের তুলনায় ১৮৭ কোটি টাকা বেশি মুনাফা করে ব্যাংকটির নিট মুনাফা দাঁড়িয়েছে ৭০৯ কোটি টাকায়। শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৫৬ পয়সা, যা এক বছরের ব্যবধানে বেড়েছে ৯৪ পয়সা।

পূবালী ও প্রাইম ব্যাংক দ্বিতীয় ও তৃতীয় স্থানে

মুনাফা বৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে পূবালী ব্যাংক। ব্যাংকটির নিট মুনাফা ১৪৬ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫৭৮ কোটি টাকায়। একই সময়ে ইপিএস দাঁড়িয়েছে ৪ টাকা ৪৪ পয়সা, যা আগের বছরের তুলনায় ১ টাকা ১২ পয়সা বেশি।তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক। অর্ধবার্ষিক সময়ে তাদের মুনাফা বেড়েছে ৯৯ কোটি টাকা, যা দাঁড়িয়েছে ৪১০ কোটি টাকায়। একই সময়ে ইপিএস বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৫৩ পয়সায়, যা আগের বছরের চেয়ে ৮৫ পয়সা বেশি।

অন্য ব্যাংকগুলোর অবস্থান

◉ ইস্টার্ন ব্যাংক: মুনাফা বেড়েছে ৭০ কোটি টাকা, মোট ৩৫১ কোটি টাকা। ইপিএস ২ টাকা ২০ পয়সা, বৃদ্ধি ১৮ পয়সা।

◉ সিটি ব্যাংক: মুনাফা বেড়েছে ৫৮ কোটি টাকা, মোট ৩৩৯ কোটি টাকা। ইপিএস ২ টাকা ২৩ পয়সা, বৃদ্ধি ৩৫ পয়সা।


◉ যমুনা ব্যাংক: মুনাফা বেড়েছে ৩ কোটি টাকা, মোট ৩১১ কোটি টাকা। ইপিএস ৩ টাকা ৩১ পয়সা, বৃদ্ধি ৩ পয়সা।


◉ ব্যাংক এশিয়া: মুনাফা বেড়েছে ৪ কোটি টাকা, মোট ২৯৪ কোটি টাকা। ইপিএস ২ টাকা ২৯ পয়সা, বৃদ্ধি ৩ পয়সা।

◉ সাউথইস্ট ব্যাংক: মুনাফা বেড়েছে ১২ কোটি টাকা, মোট ১৩৪ কোটি টাকা। ইপিএস ১ টাকা, বৃদ্ধি ৯ পয়সা।

◉ মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক: মুনাফা বেড়েছে ৩ কোটি টাকা, মোট ১২৮ কোটি টাকা। ইপিএস ১ টাকা ১৮ পয়সা, বৃদ্ধি ২ পয়সা।

◉ এনসিসি ব্যাংক: মুনাফা বেড়েছে ৪১ কোটি টাকা, মোট ১১৫ কোটি টাকা। ইপিএস ১ টাকা ৪ পয়সা, বৃদ্ধি ৩৭ পয়সা।