ঢাকা   রোববার ৩১ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

চলতি সপ্তাহে প্রকাশ পাবে ৫ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস

চলতি সপ্তাহে প্রকাশ পাবে ৫ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস

চলতি সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানি বোর্ড সভা আয়োজন করতে যাচ্ছে। কোম্পানিগুলো হলো— রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইসলামী ব্যাংক, জিএসপি ফাইন্যান্স, সমতা লেদার এবং ওয়ালটন হাইটেক। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

বোর্ড সভায় রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও জিএসপি ফাইন্যান্স ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক ফলাফল ঘোষণা করবে। অন্যদিকে ওয়ালটন হাইটেক ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড নির্ধারণ করবে। একই সভায় রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও জিএসপি ফাইন্যান্স ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত প্রথম প্রান্তিক এবং ৩০ জুন ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

এছাড়া ইসলামী ব্যাংক ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত প্রথম প্রান্তিক ও ৩০ জুন ২০২৫ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। অন্যদিকে সমতা লেদার ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

কোম্পানিগুলোর বোর্ড সভার তারিখ ও সময়সূচি নিম্নরূপ—

◉ ৩১ আগস্ট: ইসলামী ব্যাংক (প্রথম ও দ্বিতীয় প্রান্তিক) বিকাল ৩টায়, রূপালী লাইফ ইন্স্যুরেন্স (ডিভিডেন্ড, প্রথম ও দ্বিতীয় প্রান্তিক) বিকাল ৩টায়।

◉ ০১ সেপ্টেম্বর: সমতা লেদার (প্রথম প্রান্তিক) বিকাল ৪টায়।

◉ ০২ সেপ্টেম্বর: জিএসপি ফাইন্যান্স (ডিভিডেন্ড, প্রথম ও দ্বিতীয় প্রান্তিক) দুপুর আড়াইটায়।

◉ ০৩ সেপ্টেম্বর: ওয়ালটন হাইটেক (ডিভিডেন্ড) বিকাল ৪টায়।