ঢাকা   রোববার ৩১ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

মুনাফা থেকে লোকসানে গড়াল শেয়ারবাজারের ৭ ব্যাংক

মুনাফা থেকে লোকসানে গড়াল শেয়ারবাজারের ৭ ব্যাংক

 শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৪টি ব্যাংকের মধ্যে ২৫টি জানুয়ারি-জুন, ২০২৫ সময়ে মুনাফা করেছে। তবে বাকি ৯টি ব্যাংক লোকসানে পড়েছে। এর মধ্যে ৭টি ব্যাংক মুনাফা থেকে লোকসানে নেমে গেছে এবং বাকি দুইটি ব্যাংক টানা দ্বিতীয় বছরের মতো লোকসান দেখিয়েছে।

সবচেয়ে বড় লোকসান এবি ব্যাংকের

অর্ধবার্ষিকীতে এবি ব্যাংক রেকর্ড পরিমাণ লোকসান করেছে। জানুয়ারি-জুন সময়ে ব্যাংকটির লোকসান দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৮ কোটি টাকা। অথচ আগের বছর একই সময়ে তাদের মুনাফা ছিল ১৪ কোটি টাকা। শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৯ টাকা ৬৩ পয়সা, যেখানে গত বছর একই সময়ে ইপিএস ছিল ১৬ পয়সা।

গ্লোবাল ইসলামী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামীও বড় ধসে

দ্বিতীয় সর্বোচ্চ লোকসান হয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংকের। ছয় মাসে ব্যাংকটির লোকসান হয়েছে ১ হাজার ৭১৭ কোটি টাকা। আগের বছর একই সময়ে তাদের মুনাফা ছিল ১০১ কোটি টাকা। এবারের ইপিএস হয়েছে মাইনাস ১৬ টাকা ৫৬ পয়সা, যা গত বছরের ৯৭ পয়সা ইতিবাচক ইপিএসের বিপরীত চিত্র।

তৃতীয় সর্বোচ্চ লোকসান করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। তাদের অর্ধবার্ষিক লোকসান দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৩ কোটি টাকা। এক বছর আগেও ব্যাংকটি ৮৯ কোটি টাকা মুনাফা করেছিল। এবার শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৪ টাকা ১ পয়সা, যেখানে গত বছর ইপিএস ছিল ৭৪ পয়সা।

অন্য লোকসান করা ব্যাংকগুলো

◉ আইএফআইসি ব্যাংক: লোকসান ১ হাজার ১২৮ কোটি টাকা। গত বছর একই সময়ে মুনাফা ছিল ৬৩ কোটি টাকা। এবার ইপিএস নেমে গেছে মাইনাস ৫ টাকা ৮৭ পয়সায়, যা গত বছর ছিল ৩৩ পয়সা।

◉ সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল): লোকসান ৪৯৪ কোটি টাকা, আগের বছর মুনাফা ৫৭ কোটি টাকা। শেয়ারপ্রতি লোকসান ৪ টাকা ৩৩ পয়সা, গত বছর ইপিএস ছিল ৫০ পয়সা।


◉ প্রিমিয়ার ব্যাংক: লোকসান ১৩৭ কোটি টাকা। গত বছর মুনাফা ছিল ১৯৫ কোটি টাকা। এবার ইপিএস দাঁড়িয়েছে মাইনাস ১ টাকা ১১ পয়সা, যা গত বছর ছিল ১ টাকা ৫৮ পয়সা।

◉ এনআরবি ব্যাংক: লোকসান ৮৬ কোটি টাকা। গত বছর একই সময়ে মুনাফা ছিল ১০ কোটি টাকা। শেয়ারপ্রতি লোকসান ১ টাকা ২৪ পয়সা, গত বছর ইপিএস ছিল ১৫ পয়সা।

টানা লোকসান আইসিবি ইসলামী ও ন্যাশনাল ব্যাংকের

গত বছরের মতো এবারও লোকসান দেখিয়েছে আইসিবি ইসলামী ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক। এর মধ্যে আইসিবি ইসলামী ব্যাংকের লোকসান দাঁড়িয়েছে ২৮ কোটি টাকা, যা গত বছরও সমান ছিল।ন্যাশনাল ব্যাংকের লোকসান বেড়ে দাঁড়িয়েছে ৯৮৫ কোটি টাকা, যেখানে গত বছর একই সময়ে লোকসান ছিল ৬৪১ কোটি টাকা।