ঢাকা   রোববার ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

২১ ডিসেম্বর ডিএসই ব্লক মার্কেটে ৬ কোম্পানির বড় লেনদেন,

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৬, ২১ ডিসেম্বর ২০২৫

২১ ডিসেম্বর ডিএসই ব্লক মার্কেটে ৬ কোম্পানির বড় লেনদেন,

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২১ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট ২০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন সম্পন্ন হয়, যার আর্থিক পরিমাণ দাঁড়ায় ১৮ কোটি ৯২ লাখ ৬৩ হাজার টাকা

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ছয়টি কোম্পানির শেয়ারে, যা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত দেয়।

লেনদেনের তালিকায় শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারে ৭ কোটি ৬৬ লাখ ৮০ হাজার টাকার ব্লক লেনদেন হয়েছে, যা এটিকে ব্লক মার্কেটের প্রথম স্থানে নিয়ে এসেছে।

দ্বিতীয় স্থানে অবস্থান করছে লাভেলো আইস্ক্রিম। কোম্পানিটির শেয়ারে এদিন ৩ কোটি ৩৬ লাখ ৩৩ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

এ ছাড়া রেনেটা লিমিটেড ১ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে বড় লেনদেন হওয়া অন্য তিনটি কোম্পানি হলো—এশিয়াটিক ল্যাবরেটরিজ (১ কোটি ৪১ লাখ ৯৯ হাজার টাকা), জিকিউ বলপেন (৯৭ লাখ ৩ হাজার টাকা) এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স (৭০ লাখ ৩৪ হাজার টাকা)।

বাজার বিশ্লেষকদের মতে, ব্লক মার্কেটে এই ধরনের বড় অঙ্কের লেনদেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রহ ও বাজারে আস্থার ইতিবাচক বার্তা দিচ্ছে।