ঢাকা   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

স্কাইপ চালাতে অ্যাকাউন্ট লাগবে না

স্কাইপ চালাতে অ্যাকাউন্ট লাগবে না

কারও সঙ্গে জরুরি কথা বলার দরকার হলে অ্যাকাউন্টে ঢুকে তারপর তার সঙ্গে যোগাযোগের বিষয়টি বিরক্তিকর বলে মনে হতে পারে। এ সমস্যা থেকে মুক্তি দিতে ব্যবস্থা নিচ্ছে মাইক্রোসফট। স্কাইপের ওয়েব সংস্করণে এখন থেকে অ্যাকাউন্টে সাইন ইন না করেই তা ব্যবহার করার সুযোগ দিচ্ছে মাইক্রোসফট।

এ সেবা ব্যবহার করতে স্কাইপ ডটকমে গিয়ে ব্যবহারকারীর নাম লিখতে হবে। এরপর কথোপকথনের একটি লিংক পাবেন ব্যবহারকারী। এ লিংক থেকে আলোচনা শুরু করা যাবে। লিংকটি ব্যবহার করে কোনো ব্যক্তি বা গ্রুপের সঙ্গে চ্যাট শুরু করা যাবে। যিনি এ লিংক পাবেন, তিনিও চাইলে সাইন ইন না করেই আলাপ করতে পারবেন।

মাইক্রোসফট এক ব্লগ পোস্টে জানিয়েছে, অতিথি ব্যবহারকারীদের জন্য স্কাইপের অনেক ফিচার উন্মুক্ত করা হয়েছে। এ ফিচারের মধ্যে রয়েছে ব্যক্তি থেকে ব্যক্তি ও গ্রুপ ইনস্ট্যান্ট মেসেজিং, ভয়েস ও ভিডিও কল, স্ক্রিন শেয়ারিং ও ফাইল শেয়ারিং সুবিধা। সাইন ইন না করেও ব্যবহারকারী ৩০০ ব্যক্তিকে আলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ ও ২৫৬ ব্যক্তিকে বিনা মূল্যে ভয়েস বা ভিডিও কলে আমন্ত্রণ জানাতে পারবেন। তথ্যসূত্র: এনডিটিভি।

শেয়ার বিজনেস24.কম