ঢাকা   মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

ডিভিডেন্ড অনুমোদন করেছে মাগুরা মাল্টিপ্লেক্স

ডিভিডেন্ড অনুমোদন করেছে মাগুরা মাল্টিপ্লেক্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি ঘোষিত ১১ শতাংশ নগদ (ক্যাশ) ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদন পেয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত কোম্পানির ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এ এ অনুমোদন দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন। শেয়ারহোল্ডাররা ঘোষিত ডিভিডেন্ডে সন্তোষ প্রকাশ করেন এবং সভায় উত্থাপিত অন্যান্য সকল আলোচ্যসূচিও সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সভায় কোম্পানির ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরে জানানো হয়, মুনাফা বৃদ্ধি ও কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে কোম্পানির নাম পরিবর্তন এবং মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন (MoA) সংশোধনের মাধ্যমে বহুমুখী ব্যবসায় প্রবেশের পরিকল্পনা নেওয়া হয়েছে।

শেয়ারহোল্ডাররা কোম্পানির এই আধুনিক ও বহুমাত্রিক ব্যবসা সম্প্রসারণ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এসব সিদ্ধান্ত আগামী দিনে মাগুরা মাল্টিপ্লেক্সের প্রবৃদ্ধি ও আর্থিক সক্ষমতা আরও জোরদার করবে।

 সভায় উপস্থিত ছিলেন:

সশরীরে উপস্থিত ছিলেন—
 ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোবারক হোসেন
 পরিচালক মোস্তফা জামাল মহীউদ্দীন
 পরিচালক এডভোকেট মোঃ গোলাম কিবরিয়া
 কোম্পানি সচিব মুঃ মুস্তাফিজুর রহমান
 সিএফও নাইমুল ইসলাম

এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন—
 পরিচালক মোঃ রেজাউল ইসলাম
 স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. রফিকুল ইসলাম
 স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. নাফিসা রওনক

সশরীরে ও ভার্চুয়ালি মিলিয়ে মোট ৬১ জন শেয়ারহোল্ডার এজিএমে অংশগ্রহণ করেন।