শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইল লিমিটেডের দুই করপোরেট পরিচালক বড় অংকের শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্যমতে, কোম্পানিটির করপোরেট পরিচালক কসমোপলিটান ইন্ডাস্ট্রিজ (প্রাইভেট) লিমিটেড এনভয় টেক্সটাইলসের ১ লাখ ৮০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিদ্যমান বাজারদরে পাবলিক মার্কেট থেকে এসব শেয়ার কিনবে।
একই দিনে আরেক করপোরেট পরিচালক এপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড আরও ২ লাখ ২২ হাজার শেয়ার কেনার ঘোষণা দেয়। তারাও আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজার থেকে এসব শেয়ার সংগ্রহ করবে।
এভাবে দুই করপোরেট পরিচালকের ঘোষণায় মোট ৪ লাখ ২ হাজার শেয়ার কেনার সিদ্ধান্ত এসেছে।
বাজার বিশ্লেষকদের মতে, কোনো কোম্পানির করপোরেট পরিচালক বা উদ্যোক্তারা যখন নিজ উদ্যোগে শেয়ার ক্রয় করেন, তখন তা সাধারণত কোম্পানির বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে তাদের আস্থার প্রতিফলন হিসেবে বিবেচিত হয়। ফলে এই ঘোষণায় বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হতে পারে।
নির্ধারিত সময়ের মধ্যে শেয়ার কেনার প্রক্রিয়া সম্পন্ন হলে ডিএসইর মাধ্যমে তা বিনিয়োগকারীদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এনভয় টেক্সটাইলসের শেয়ারে এই বড় অংকের বিনিয়োগ বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
























