ঢাকা   মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

শোকের আবহে শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় লেনদেন

শোকের আবহে শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় লেনদেন

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। জাতীয় এই শোকাবহ পরিবেশের প্রভাব পড়েছে দেশের শেয়ারবাজারেও। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) লেনদেন শেষে ঢাকা ও চট্টগ্রাম—উভয় শেয়ারবাজারেই মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে।

দিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকসহ তিনটি সূচকের মধ্যে দুটি বেড়েছে, অপরটি কমেছে। একই সঙ্গে টাকার অঙ্কে লেনদেন কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর ঊর্ধ্বমুখী ছিল।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৫ দশমিক ৩৩ পয়েন্টে
অন্যদিকে, শরিয়াহ সূচক (ডিএসইএস) ০ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ০ দশমিক ৭১ পয়েন্টে
তবে ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ এদিন ৩ দশমিক ৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৫৩ দশমিক ৫৩ পয়েন্টে

এদিন ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে
১৮০টির দর বেড়েছে,
১২২টির দর কমেছে,
 এবং ৯০টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিসংখ্যান অনুযায়ী, ডিএসইতে মঙ্গলবার মোট ৩০৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের কার্যদিবসে এই লেনদেন ছিল ২৬৫ কোটি ৮৮ লাখ টাকা, অর্থাৎ একদিনে লেনদেন বেড়েছে প্রায় ৪৪ কোটি ৮ লাখ টাকা

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন মোট ৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন যেখানে লেনদেন ছিল ১১ কোটি ৯৯ লাখ টাকা

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে
৫৭টির দর বেড়েছে,
৭১টির দর কমেছে,
 এবং ১৭টির দর অপরিবর্তিত রয়েছে।

সূচকের হিসাবে, চট্টগ্রাম বাজারের সার্বিক সূচক সিএএসপিআই ৬ দশমিক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬১০ দশমিক ৮১ পয়েন্টে। এর আগের কার্যদিবসে সূচকটি ৩২ দশমিক ৫৩ পয়েন্ট কমেছিল।