ঢাকা   সোমবার ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২

সপ্তাহজুড়ে ডিএসইতে পিই রেশিও ঊর্ধ্বমুখী

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৫, ৩ জানুয়ারি ২০২৬

সপ্তাহজুড়ে ডিএসইতে পিই রেশিও ঊর্ধ্বমুখী

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সার্বিক মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে।
২৭ ডিসেম্বর থেকে ০১ জানুয়ারি পর্যন্ত সময়ে ডিএসইর পিই রেশিওতে ০.৩৪ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৮.৬৩ পয়েন্ট। আর সপ্তাহ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৮.৬৬ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.০৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকদের মতে, পিই রেশিওর এই ঊর্ধ্বগতি বাজারে বিনিয়োগকারীদের আস্থার ইঙ্গিত দেয় এবং ধীরে ধীরে মূল্যায়ন স্বাভাবিক অবস্থার দিকে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে।