
এবার সম্ভবত একসঙ্গে নতুন আইফোন আর আইপ্যাড উন্মোচন করতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। প্রযুক্তিপণ্যের বাজারে জোর গুঞ্জন, ৯ সেপ্টেম্বর এক ইভেন্টে নতুন আইফোনের পাশাপাশি নতুন মডেলের আইপ্যাড আর অ্যাপল টিভির ঘোষণাও দেবে প্রতিষ্ঠানটি। আইফোনের সর্বশেষ তিনটি সংস্করণ ৯ সেপ্টেম্বর তারিখেই উন্মোচন করেছিল অ্যাপল। প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, প্রযুক্তিপণ্য বাজারের এই গুঞ্জন সত্যি হলে আইফোন আর আইপ্যাডের জন্য আলাদা ইভেন্ট আয়োজনের প্রথা ভাঙতে যাচ্ছে অ্যাপল। গত কয়েক বছরে নতুন আইপ্যাড উন্মোচনের জন্য অক্টোবর আর আইফোনের জন্য সেপ্টেম্বর মাস বেছে নিয়েছিল প্রতিষ্ঠানটি। অন্যদিকে একই সঙ্গে দুটি ডিভাইস উন্মোচনের সম্ভাব্য কারণ হিসেবে সিনেটের ব্যাখ্যা-- উভয় ডিভাইসের আগের মডেলগুলোর সঙ্গে নতুন গুলোর কোনো ‘আকাশ-পাতাল’ পার্থক্য না থাকার কারণেই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। অ্যাপল আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করলেও বাজারে নতুন আইফোনকে চিহ্নিত করা হচ্ছে ‘আইফোন ৬এস’ নামে। চলতি মাসে নয়া আইফোন নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অনলাইনে প্রকাশিত হওয়া কিছু ছবি। বলা হচ্ছিল, নির্মাণ কারখানা থেকে তোলা নতুন আইফোনের ছবি সেগুলো http://bangla.bdnews24.com/tech/article1006771.bdnews ৯ সেপ্টেম্বর অ্যাপল টিভির নতুন সংস্করণ উন্মোচন করা হবে বলেও শোনা যাচ্ছে। ডিভাইসটি প্রথম সংস্করণ উন্মোচনের পর গত তিন বছরে আর কোনো নতুন সংস্করণ আনেনি অ্যাপল।