ঢাকা   বুধবার ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী, সবার দোয়া প্রার্থনা

জাতীয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪১, ১৭ অক্টোবর ২০২০

আপডেট: ১৪:৪১, ১৭ অক্টোবর ২০২০

করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী, সবার দোয়া প্রার্থনা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন সুস্থ আছেন তথ্যমন্ত্রী।

শনিবার ১৭ অক্টোবর তথ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

প্রথমে জ্বর আসার পর করোনাভাইরাস পরীক্ষার নমুনা দেন হাছান মাহমুদ। পরে শুক্রবার ১৬ অক্টোবর রাতে তার রিপোর্ট পজিটিভ আসে।

চিকিৎসকরা জানান, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ করোনাভাইরাসে আক্রান্ত হলেও শারীরিকভাবে সুস্থ রয়েছেন। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

 

শেয়ার বিজনেস24.কম