
সাতক্ষীরায় ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত দুই ভূমি কর্মকর্তাকে বরখাস্ত করেছেন জেলা প্রশাসক। বুধবার (৯ জুলাই) দুপুরে তাদের বরখাস্ত করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত মে মাসে সাতক্ষীরা তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল মুকিতের প্রকাশ্যে ঘুষ নেওয়ার ভিডিও ফুটেজ সহ ঘুষ লেনদেনের নিউজ প্রকাশিত হয় বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ডিজিটাল মাল্টিমিডিয়ায় ও দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল "নিউজ টোয়েন্টিফোর"। এ ঘটনায় নড়ে চড়ে বসে দুর্নীতি দমন কমিশন দুদক। এরপর গত ২৭ মে নগরঘাটা ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালায় দুদক। এ সময় নগর ঘাটার একজন সেবা গ্রহীতা ভুক্তভোগীর নিকট থেকে সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ঘুষের ১০ হাজার ১০০ টাকা ডাস্টবিনে লুকিয়ে রাখেন ভূমি কর্মকর্তা আব্দুল মুকিত। পরে দীর্ঘ সাড়ে তিন ঘন্টা অভিযানে ঘুষের টাকা উদ্ধার করেন দুদক কর্মকর্তারা। পরে তাকে নগরঘাটা থেকে চম্পাফুল ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়। একপর্যায়ে দীর্ঘ তদন্ত শেষে দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তা আব্দুল মুকিতকে বরখাস্ত করা হয়।
অপরদিকে গুণে গুণে ঘুষের টাকা নেওয়ার একটি ভিডিও গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় তালার খেশরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা শিহাব আলীর। এ ঘটনায় তাকেও বরখাস্ত করা হয়েছে।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মঈনুল ইসলাম জানান, দুইজন ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান থাকবে। তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তদন্তকারী কর্মকর্তাদের নিকট লিখিতভাবে জানানোর আহ্বানও জানান তিনি।