কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, ব্যাংক খাতের সংকট মোকাবিলায় মোট ৭০ হাজার কোটি টাকার প্রয়োজন, যা একবারে পাওয়া সম্ভব নয়। আগামী অর্থ বছরের বাজেট থেকে এর অর্ধেক, অর্থাৎ ৩৫ হাজার কোটি টাকা ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিডা ও ইউএনডিপির যৌথ আয়োজিত সভায় গভর্নর বলেন, প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ এবং কোনো ব্যক্তির কারণে এগুলো বন্ধ করা যাবে না। তবে আইনগত প্রক্রিয়ায় খারাপ ঋণদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি উল্লেখ করেন, দেশে প্রচুর ছোট ‘লিলিপুট’ ব্যাংক রয়েছে, কিন্তু আন্তর্জাতিক মানের কোনো ব্যাংক নেই। তবে পরিকল্পনা ও প্রচেষ্টার মাধ্যমে আগামী ১০–১৫ বছরে একটি প্রতিষ্ঠান, যেমন ব্র্যাক ব্যাংক, আন্তর্জাতিক মান অর্জন করতে পারে।
























