শেয়ারবাজারে তালিকাভুক্ত মোট ১১ কোম্পানি রেকর্ড ডেট শেষে আবারও লেনদেনে ফিরেছে। সোমবার (১৭ নভেম্বর) এসব কোম্পানির শেয়ার লেনদেন স্বাভাবিকভাবে চলছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
রোববার রেকর্ড ডেট থাকার কারণে স্কয়ার ফার্মা, স্কয়ার টেক্সটাইল, শার্প ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার সিমেন্ট, ন্যাশনাল পলিমার, মীর আখতার, মিরাকল ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স, আইটিসি, ক্রাউন সিমেন্ট ও বিকন ফার্মার শেয়ার লেনদেন বন্ধ ছিল।
রেকর্ড ডেটের ফলে ওইদিন যাদের হাতে এসব কোম্পানির শেয়ার ছিল, তারা ২০২৪–২৫ অর্থবছরের জন্য ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার যোগ্য হবেন। আজ লেনদেনে ফিরতে দেখে বিনিয়োগকারীরা আবারও সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ার নিয়ে সক্রিয় হয়েছেন।
























