সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন জমে ওঠে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসিকে ঘিরে। দিন শেষে সর্বোচ্চ ১৪ কোটি ৯৮ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে কোম্পানিটি লেনদেনের শীর্ষে জায়গা করে নেয়।
ডিএসইর তথ্য অনুযায়ী, লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৭৭ লাখ ৬৯ হাজার টাকার। তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লেনদেন দাঁড়িয়েছে ১০ কোটি ৭২ লাখ ১৫ হাজার টাকায়।
এছাড়া লেনদেনের শীর্ষ দশে স্থান পেয়েছে রানার অটোমোবাইলস পিএলসি, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এবং এসিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
























