ঢাকা   মঙ্গলবার ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

অনলাইনে দাখিলকৃত রিটার্ন ১৮০ দিনে একবারই সংশোধনযোগ্য হবে

অর্থ ও বাণিজ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫:২৩, ৯ আগস্ট ২০২৫

অনলাইনে দাখিলকৃত রিটার্ন ১৮০ দিনে একবারই সংশোধনযোগ্য হবে

২০২৫-২৬ করবর্ষ থেকে সব করদাতার জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ইতিমধ্যেই রিটার্ন দাখিল প্রক্রিয়া শুরু হলেও অনেক করদাতার প্রশ্ন— দাখিলের পর কোনো ভুল ধরা পড়লে কিভাবে সংশোধন করা যাবে?

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, অনলাইনে দাখিলকৃত রিটার্নে ভুল হয়ে থাকলে দাখিলের ১৮০ দিনের মধ্যে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে। তবে এ সুযোগ একবারের জন্য প্রযোজ্য হবে।

এনবিআরের মতে, নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধন করলে করদাতারা কোনো অতিরিক্ত জটিলতায় পড়বেন না।