
বিশ্ববাজারে সোনার দাম নতুন করে ঊর্ধ্বমুখী হয়েছে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণে। এক কেজি ওজনের সোনার বারে ৩৯ শতাংশ শুল্ক আরোপের ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি পেয়েছে।
গত ২৪ ঘণ্টায় স্বর্ণের দাম প্রতি আউন্সে ৩ হাজার ৪০০ ডলারেরও উপরে উঠে গেছে, যা একদিন আগের ৩ হাজার ৩৭২ ডলারের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।
গতকাল (৮ আগস্ট) গালফ নিউজে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী অপরিশোধিত সোনার ৭০ শতাংশ প্রক্রিয়াজাত করে থাকে সুইজারল্যান্ডের বড় বড় রিফাইনারি প্রতিষ্ঠানগুলো, যেমন ভ্যালকাম্বি, প্যাম্প ও মেটাল। যুক্তরাষ্ট্র বছরে সুইস সোনা রপ্তানির পরিমাণ প্রায় ৬১.৫ বিলিয়ন ডলার, যার দুই-পঞ্চমাংশ শুল্কের আওতায় আসায় বাজারে প্রভাব পড়েছে।
তবে সংযুক্ত আরব আমিরাতের সোনা বাজারে এই শুল্কের প্রভাব তুলনামূলক কম পড়বে বলে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন।
বিশ্লেষকরা জানাচ্ছেন, নিউইয়র্কের সোনার ব্যবসায়ীরা শুল্ক আরোপের পূর্বেই আগ্রহী হয়ে সোনার বার নিয়ে অর্ডার দিচ্ছেন, যার ফলে বাজারে চাহিদা বেড়ে দাম বাড়ছে।
সেঞ্চুরি ফিন্যান্সিয়ালের প্রধান বাজার বিশ্লেষক আরুন জন বলেন, "আমাদের ব্যবসায়ীরা এখনও সুইজারল্যান্ড থেকে শুল্কমুক্ত সোনা আমদানি করতে পারছেন, যা এই মুহূর্তে বাজারে সহায়ক ভূমিকা রাখছে।"
সোনার আন্তর্জাতিক দামের প্রভাবে দুবাইয়ের বাজারেও মূল্য বাড়তে দেখা গেছে। গত বৃহস্পতিবার (৭ আগস্ট) ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে দাঁড়িয়েছে ৩৭৮.৭৫ দিরহাম, যা ২১ জুলাইয়ের পর সর্বোচ্চ। ব্যবসায়ীরা আশা করছেন শিগগিরই দাম ৩৮০ দিরহাম ছাড়িয়ে যেতে পারে।