ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

খুলনা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান ও বিবিএতে ভর্তির তারিখ

খুলনা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান ও বিবিএতে ভর্তির তারিখ

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন (বিবিএ) এবং সমাজবিজ্ঞান অনুষদে ভর্তির সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ব্যবসায় প্রশাসন ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে প্রথম বর্ষে ভর্তি-ইচ্ছুক মেধাতালিকার প্রার্থীদের ২১ নভেম্বর সকাল সাড়ে নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। আসন শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের ২৭ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সময়ের মধ্যে তৃতীয় একাডেমিক ভবনের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অফিসে ভর্তি কার্যক্রম চলবে।

সমাজবিজ্ঞান অনুষদে প্রথম বর্ষে ভর্তি-ইচ্ছুক মেধাতালিকা (কোটাসহ) থেকে নিবন্ধন ২৩ নভেম্বর সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এবং একই দিন মেধাতালিকা (কোটাসহ) থেকে দুপুর ১২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। প্রথম অপেক্ষমাণ তালিকা (কোটাসহ) থেকে নিবন্ধন ২৮ নভেম্বর সকাল নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এবং একই দিন প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে দুপুর ১২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ভর্তি চলবে।
ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ku.ac.bd) পাওয়া যাচ্ছে।

শেয়ার বিজনেস24.কম