
গত সপ্তাহে (২৪-২৮ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে। যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ বেড়েছে ১০ হাজার ১৭৫ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন বেড়েছে ২৬ শতাংশ।
জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৮ হাজার ১৮১ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৮ হাজার ৩৫৬ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ১০ হাজার ১৭৫ কোটি টাকা বা ১ শতাংশ।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ হাজার ৭২৯ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৫৩৫ কোটি ৬৯ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১ হাজার ১৯৩ কোটি ৮৭ লাখ টাকার বা ২৬ শতাংশ।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪৩ পয়েন্ট বা ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৫১৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৭ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২০৭ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৬৮ টির বা ৬৭.৬৭ শতাংশের, কমেছে ১০৫ টির বা ২৬.৫১ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টির বা ৫.৮০ শতাংশের।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১২৫ কোটি ৭৪ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৩২ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৩৫৭ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০২ টির দর বেড়েছে, ১১১ টির দর কমেছে এবং ২০ টির দর অপরিবর্তিত রয়েছে।