
ঢাকা: সিরাজগঞ্জ জেলার অধিবাসীদের সন্তান-সন্ততি যারা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলার পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি/অধ্যায়নরত তাদের মাঝে ‘ছাত্র বৃত্তি’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলা সমিতি।
সম্প্রতি সিরাজগঞ্জ জেলা সমিতি, ঢাকার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যেভাবে আবেদন করা যাবে-
বৃত্তির জন্য নির্দিষ্ট আবেদন ফরমে আবেদন করতে হবে। সিরাজগঞ্জ জেলা সমিতি ভবন থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদন সরাসরি বা ই-মেইল ঠিকানায় জমা দেওয়া যাবে। আবেদন শুরু হয়েছে, আবেদনের শেষ তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২৫ ইং।
যোগাযোগ ও আবেদন পাঠানোর ঠিকানা-
সভাপতি
সিরাজগঞ্জ জেলা সমিতি, ঢাকা।
সিরাজগঞ্জ ভবন, প্লট নম্বর ৬/৩, সেকশন-২, মিরপুর হাউজিং এস্টেট, ঢাকা-১২১৬।
মোবাইল ০১৩০০-২৭৬৫২৪
ই-মেইল: [email protected]
ওয়েবসাইট- www.szsdhaka1984.com
সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এস আর তালুকদার বলেন, সিরাজগঞ্জ জেলা সমিতি, ঢাকার পক্ষ থেকে ছাত্রবৃত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য একটি কমিটি কাজ করছে। সমিতি ঢাকাতে আসা সিরাজগঞ্জ থেকে আসা রোগী ও তার স্বজনদের অল্প টাকাতে থাকার সুযোগসহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে, ছাত্র বৃত্তিও আরেকটি অনন্য উদ্যোগ। আরও কিছু উদ্যোগ আমরা নিতে যাচ্ছি।
শেয়ার বিজনেস২৪.কম/ এনআই/ ১৩ আগস্ট ২০২৫ ইং