
২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের সন্তানদের জন্য সরকারি বিদ্যালয়ে ভর্তিতে ৫ শতাংশ কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
রোববার (২ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের জারি করা আদেশে এই কোটা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে দেশের সব স্কুল ও কলেজে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, মুক্তিযোদ্ধা কোটার আদলে এই বিশেষ সুবিধা দেওয়া হবে। শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ৫% আসন সংরক্ষিত থাকবে। ভর্তির জন্য আবেদনকারীকে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি জমা দিতে হবে এবং ভর্তি কার্যক্রমের সময় মূল কপি প্রদর্শন করতে হবে।
এছাড়া, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা মুক্তিযোদ্ধা সনদ বা জুলাই অভ্যুত্থানে শহীদদের গেজেট যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। যদি সংরক্ষিত আসনের জন্য কেউ পাওয়া না যায়, তাহলে মেধা তালিকা থেকে ভর্তি করানো হবে, তবে কোনোভাবেই আসন শূন্য রাখা যাবে না।
এই সিদ্ধান্তকে ইতোমধ্যে ইতিবাচক হিসেবে দেখছে বিভিন্ন মহল। অভ্যুত্থানের বীরদের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানিয়ে এই উদ্যোগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন শিক্ষাবিদরা।
শেয়ার বিজনেস24.কম