ঢাকা   মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। সোমবার সকালে ভোমরা সীমান্তের লহ্মীদাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবক লহ্মীদাড়ী গ্রামের মৃত শেখ সাঈদ উদ্দীনের ছেলে আলমগীর হোসেন (৩৫)।

আহতের ভাগ্নে বেলাল হোসাইন জানান, সীমান্তে তার মামার একটি মৎস্য ঘের রয়েছে। সোমবার ভোরে ঘেরে খাবার দিতে গিয়েছিল। এ সময় ভারত থেকে কয়েকজন লোক দৌড়ে আেসে। বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মামা আলমগীরের ডান পাশের ঘাড়ে, চোখে এবং মাথায় লাগে। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: এবিএম আক্তার মারুফ জানান, ছররা গুলিবিদ্ধ অবস্থায় তিনি সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শরীরের ডান পাশের কয়েকটি স্থানে ছাররা গুলি রয়েছে। চিকিৎসা দেওয়া হয়েছ, বর্তমানে তিনি আশংকামুক্ত রয়েছেন। 
 
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র ভোমরা ক্যাম্পের কমান্ডার জহির উদ্দীন বলেন, আলমগীর গত ৩০ জুলাই অবৈধপথে তার আত্নীয়ের বাড়িতে গিয়েছিল। সোমবার পুনরায় অবৈধভাবে বাংলাদেশের আসার পথে বিএসএফের গুলিতে আহত হয়েছে।