
মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শওকত আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০ টার দিকে নিজ জমিতে সেচ দেয়ার সময় তিনি বিদ্যুতায়িত হয়।শওকত আলী ওই গ্রামের মৃত ফরাতুল্লাহ কাজীর ছেলে।
স্থানীয়রা জানান, আজ রোব্বার সকালে শওকত আলি নিজ জমিতে সেচ দেওয়ার জন্য মাঠে যান। সেখানে বৈদ্যুতিক সেচ পাম্পের মাধ্যমে পানি তোলার সময় অসাবধানতাবশতঃ বৈদ্যুতিক তারে হাত বিদ্যুতায়িত হন। আশপাশের কৃষক ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।