ঢাকা   সোমবার ০৪ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

বগুড়ায় দেয়াল ধসে নিহত ১

বগুড়ায় দেয়াল ধসে নিহত ১

 টানা বৃষ্টিপাতে বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাড়ির দেয়াল ধসে কিবরিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফুলতলা পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিবরিয়া ফুলতলা এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। শনিবার মাঝরাত থেকে বগুড়ায় ব্যাপক বৃষ্টি শুরু হয়। রোববার সকালে কিবরিয়ার মাটির বাড়ির একটি দেয়াল ধসে পড়ে। এতে তিনি মাটির দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির ইনচার্জ আশরাফ আলী জানান, চিকিৎসক মৃত ঘোষণা করার পরপর কিবরিয়ার মরদেহ বাড়িতে নিয়ে যান স্বজনরা।