
ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিকর রাসায়নিক, রং ও স্যাকারিন মিশিয়ে আইসক্রিম তৈরির দায়ে পাপিয়া আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার (৪ আগস্ট) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মজলিশপুর বাজারের পাপিয়া আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন রাসায়নিক, রং ও স্যাকারিন মিশিয়ে আইসক্রিম প্রস্তুত করতে দেখা যায়।
পাশাপাশি তারা অন্য নাম-ঠিকানা ব্যবহার করে আইসক্রিম বাজারজাত করছিল। এ অবস্থায় কারখানাটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার পাশাপাশি অপরাধ সংশোধনের জন্য সাত দিনের সময় দেওয়া হয়। এই সময়ে সংশোধিত না হলে কারখানাটিকে সিলগালা করে দেওয়া হবে বলে সূত্র জানায়।