
মানিকগঞ্জ জেলায় সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যক্তি ও পরিবারের সদস্যদের মাঝে সরকারিভাবে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও বিআরটিএ আয়োজনে বিআরটিএ মানিকগঞ্জ সার্কেল অফিসের উদ্যোগে ১৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে ৭৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
এসময় জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন ও বিআরটিএ এর সহকারী পরিচালক মাহবুব কামালম।
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মালেকা বেগম, শহিদুল ইসলাম, জোনাব আলী, মিঠু মিয়া, আব্দুল আহাদ খান, মাসুদুর রহমান, মহাদেব মোদক, হোসেনে আরা বেগম, জাহিদ হাসান, মুসা মিয়া, আবুল বাসার, বিথী আক্তার, ফুলমতি বেগম, আমিনুল ইসলাম ও শফিকুল ইসলামকে ৫ লাখ এবং আকাশ দেবনাথকে ১ লাখ টাকা করে সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া হয়।