
শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থীরা ৩০ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শন করেছেন। বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাসরিন জাহানের নেতৃত্বে ৮০ জন শিক্ষার্থী ডিএসই’র ট্রেনিং একাডেমিতে অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে ডিএসই’র পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “পুঁজিবাজার সম্পর্কে সঠিক ও কার্যকর জ্ঞান ছড়িয়ে দিতে ডিএসই কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের মাঝে যদি সঠিক ধারণা তৈরি করা যায়, তারা ভবিষ্যতে দক্ষ বিনিয়োগকারী ও পেশাজীবী হয়ে উঠবে।”
তিনি আরও বলেন, “এই প্রশিক্ষণে শিক্ষার্থীরা বিনিয়োগ ব্যবস্থাপনা, ঝুঁকি নিরসন এবং বাজারের গঠন ও কার্যক্রম সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করেছেন। আশা করি, এই জ্ঞান তারা বাস্তবে কাজে লাগাবে।”
কর্মশালার শুরুতে ডিএসই’র প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মো. আসিফুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “প্রযুক্তিনির্ভর এই বিশ্বে মানবিক মূল্যবোধসম্পন্ন প্রযুক্তিবান্ধব নেতৃত্ব গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। আজকের কর্মশালাটি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য বড় ধরনের প্র্যাকটিক্যাল সুযোগ।”
তিনি জানান, বিশ্বজুড়ে পুঁজিবাজার এখন প্রযুক্তিনির্ভর এবং ডিএসইও প্রযুক্তি ব্যবহারে অগ্রণী। আধুনিক ট্রেডিং প্ল্যাটফর্ম, ক্লিয়ারিং সিস্টেম, সাইবার সিকিউরিটি ও সার্ভেইলেন্স ব্যবস্থা আরও উন্নত করার লক্ষ্যে ডিএসই নিয়মিত কাজ করছে।
পরে একাডেমিক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসই’র ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান। তিনি প্রবন্ধে পুঁজিবাজারের প্রাথমিক ধারণা, বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা ও বিনিয়োগ কৌশল নিয়ে আলোকপাত করেন।