ঢাকা   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

নেত্রকোণায় আলেম ওলামাদের প্রতিবাদ সমাবেশ

জামিয়া ফয়জুর রহমান মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র বন্ধের দাবি

গ্রামবাংলা

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫০, ৩১ জুলাই ২০২৫

আপডেট: ১২:২৪, ১ আগস্ট ২০২৫

জামিয়া ফয়জুর রহমান মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র বন্ধের দাবি

নেত্রকোণায় আলেম ওলামাদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টার সময় শহরের বারহাট্টা সড়কের হেফাজত চত্বরে সচেতন আলেম ও ছাত্রসমাজের ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়। 

জানা গেছে, বর্ষীয়ান আলেম আল্লামা আব্দুল হকের প্রতিষ্ঠিত ময়মনসিংহ শহরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ফয়জুর রহমান (রহ:) মাদরাসা নিয়ে চলমান সব ষড়যন্ত্র বন্ধ এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যৌক্তিক দাবিসমূহ মেনে নেওয়ার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয় বলে জানান আয়োজকরা।

এসময় বক্তব্য দেন, হেফাজতে ইসলামের যুগ্ম আহবায়ক মাওলানা দেলাওয়ার হুসাইন, সচেতন আলেমসমাজ পক্ষ থেকে মাওলানা মুহাম্মদ শরিফ উদ্দীন তালুকদার, জেলা হেফাজতে ইসলামের সদস্য সচিব মাওলানা মুহাম্মদ মাজহারুল ইসলাম, জেলা ইসলামী এক্যজোটের আহবায়ক মাওলানা মুহাম্মদ আবু সায়েম খান, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহীম, শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমাদ্ শফী (রহ:) এর অন্যতম খলিফা মাওলানা মুহাম্মদ আবুল বারী, জামিয়া মিফতাহুল উলুম মাদরাসার উস্তাদ মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম, জেলা ইসলামী যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক  মাওলানা মুহাম্মদুল্লাহ নাঈম, সচেতন আলেম সমাজের হাফেজ হাবিবুর রহমান, মাওলানা মুহাম্মদ আব্দুল লতিফ প্রমুখ।

বক্তারা বলেন, বিগত কয়েকদিন ধরে ময়মনসিংহ অঞ্চলের বর্ষীয়ান আলেম শায়খুল হাদিস আল্লামা আব্দুল হক সাহেব এবং তার প্রাচীনতম প্রতিষ্ঠান জামিয়া ফয়জুর রহমান (রহ:) নিয়ে নোংরা ও ষড়যন্ত্রমূলক রাজনীতি শুরু হয়েছে। আমরা এই আলেমের সম্মানহানির তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার প্রতিষ্ঠানকে কেন্দ্র করে কিছু কিছু রাজনৈতিক নেতার প্রভাব বিস্তার দেখা যাচ্ছে। নেত্রকোণার আলেমসমাজ এবং ছাত্রসমাজের পক্ষ থেকে ময়মনসিংহ জেলা প্রশাসন সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বলবো অবিলম্বে পাঠদানের সুস্থ পরিবেশ ফিরিয়ে দিন এবং দলমতের ঊর্ধ্বে উঠে ছাত্রদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহবান জানাই। 
তারা আরো বলেন, আল্লামা আব্দুল হক সাহেব একজন দেশের বায়োজ্যেষ্ঠ আলেম, সারাদেশে তার হাজার হাজার ছাত্র রয়েছে। তিনি হযরত হাফেজ্জী হুজুর রহমাতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা, তার অসংখ্য ভক্ত-মুরিদান রয়েছে। তার মতো একজন সহজ সরল আলেমকে নিয়ে ষড়যন্ত্রে ছাত্র-শিক্ষক এবং আলেম সমাজ অনেক কষ্ট পেয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে ময়মনসিংহ জেলা প্রশাসককে এ বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় ময়মনসিংহ বিভাগের ওলামায়ে কেরাম ময়মনসিংহে জামিয়া ফয়জুর রহমানের উদ্দেশ্য লংমার্চ করতে বাধ্য হবে।