ঢাকা   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

সূচকে রেকর্ড, খাতে ধস: উত্থানের দিনেও ৮ খাতে অন্ধকার

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১১:২৪, ১ আগস্ট ২০২৫

সূচকে রেকর্ড, খাতে ধস: উত্থানের দিনেও ৮ খাতে অন্ধকার

চলতি সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে সূচক ও লেনদেনে রেকর্ড উত্থান দেখা গেলেও পেছনে লুকিয়ে ছিল উদ্বেগজনক এক চিত্র। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছালেও, বাজারের বড় একটি অংশে ছিল দরপতনের ছায়া।

আমারস্টক সূত্রে জানা যায়, এদিন আটটি খাতে ব্যাপক দরপতন হয়েছে—জেনারেল ইন্স্যুরেন্স, জীবন বীমা, বস্ত্র, প্রকৌশল, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্যপ্রযুক্তি, ট্যানারি, সিরামিক এবং বিবিধ খাত।

সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে ট্যানারি খাত, যেখানে ৬টি কোম্পানির শেয়ার দর কমেছে। এরপরেই রয়েছে জেনারেল ইন্স্যুরেন্স খাত, যেখানে ২৬টি কোম্পানির শেয়ারে পতন হয়েছে। জীবন বীমা ও বস্ত্র খাতেও বড় অংশের শেয়ারে দরপতন হয়েছে।

সিরামিক ও আইটি খাতেও নেতিবাচক প্রবণতা ছিল প্রবল। এর বিপরীতে মাত্র কিছু বড় মূলধনী শেয়ারের দর বাড়ার কারণে সূচক উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা বাজারের প্রকৃত অবস্থা থেকে অনেকটাই বিচ্ছিন্ন।

বিশেষজ্ঞরা বলছেন, সূচকের এই অসম বৃদ্ধি ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীদের জন্য হতাশাজনক। তারা সতর্ক করেছেন, এই ধরনের বিকৃত প্রবৃদ্ধি টেকসই নয় এবং বাজারে ভবিষ্যতে বড় ধরনের সংশোধন ডেকে আনতে পারে।

মিশ্র এই চিত্র বাজারে যেমন রেকর্ড উত্থানের উল্লাস সৃষ্টি করেছে, তেমনি অধিকাংশ খাতের দুর্বল পারফরম্যান্স বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগও বাড়িয়েছে। বাজারকে স্থিতিশীল রাখতে প্রয়োজন সকল খাতের ভারসাম্যপূর্ণ উন্নয়ন।