
জুলাই আগস্টে নিহত সকল শহীদের স্মরণে নওগাঁয় ফ্রি চিকিৎসা, স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ অনুষ্টিত হয়েছে । বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৫টায় শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের সামনে এই মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ছাত্র জনতার পক্ষে বিশিষ্ট সমাজ সেবক রাশিকুজ্জামান উজ্জ্বল এর আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব ও বিশিষ্ট সমাজ সেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বায়েজিদ হোসেন পলাশ।
অনুষ্ঠিত মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন- সুইডেন উপাসালা হাসপাতালের মেডিসিন ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার এইচ এম আইয়ুব, নওগাঁ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ফজলুল হক নয়ন, ডাঃ শাহরিয়ার আলম, নওগাঁ সদর হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আবু হাসান আলী, শাহনাজ পারভীন সীমা, জেসমিন আরা লিপি।
মেডিক্যাল ক্যাম্পের আয়োজক রাশিকুজ্জামান উজ্জ্বল জানান- জুলাই আগস্টে ফ্যাসিস্ট হাসিনার সরকার আমলে নিহত সকল শহীদের স্মরণে আজকে নওগাঁয় এই ফ্রি চিকিৎসা, স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। আগামীতেও জুলাই-আগস্ট স্মরণে এই ধরনের বিভিন্ন কর্মসূচী অব্যাহত থাকবে।