
বেনাপোল সীমান্তের বড় আচড়া বটতলা পাকা রাস্তার পাশ থেকে ৩০ লাখ টাকার ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার রাত ১২ টার চোরাচালনী পণ্যগুলো আটক করা হয়।
বিজিবি জানায়, অধিনায়কের কাছে গোপন সংবাদ আসে চোরাচালানকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট এনে বড় আঁচড়া বটতলা মোড়ে মজুদ করেছে। এমন সংবাদে বেনাপোল বিওপির হাবিলদার মো. মামুনুল ইসলােমের নেতৃত্বে একটি টহলদল বড় আচড়ার বটতলা পাকা রাস্তার ওপর থেকে দুটি বস্তা ভর্তি মালামাল জব্দ করা হয়। পরে বস্তাগুলো ক্যাম্পে এনে বস্তার ভিতর থেকে ৯ হাজার ৮০০ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেন। এ সময় চোরাচালানকারীরা পালিয়ে যান। উদ্ধার মালামালের মূল্য ২৯ লাখ ৪০ হাজার টাকা বলে বিজিবি জানায়।
৪৯ বিজিবি অধিনায়ক লে: কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী মালামাল আটক এর কথা স্বীকার করে বলেন, উদ্ধার মালামালের মূল্য প্রায় ৩০ লাখ টাকা। সীমান্ত এলাকা দিয়ে কোন মালামাল যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে এ জন্য সীমান্ত এলাকায় নজরদারী বাড়ানো হয়েছে। আমরা সীমান্ত এলাকায় জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছি।