ঢাকা   বুধবার ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

ইউএনওর সহযোগিতায় অসহায় নারীর বিয়ে 

গ্রামবাংলা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৮, ৯ জুলাই ২০২৫

আপডেট: ১৫:৫০, ৯ জুলাই ২০২৫

ইউএনওর সহযোগিতায় অসহায় নারীর বিয়ে 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম সরকার পাড়ায় এক ক্ষুদ্র নৃ গোষ্টি পরিবারের অসহায় মেয়ের বিয়ে সম্পন্ন হলো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমানের সহযোগিতায়। এ ঘটনার মাধ্যমে তিনি মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।

শুধু আর্থিক সহায়তাই নয়, মঙ্গলবার (৮ জুলাই) রাত ১০ টার দিকে ইউএনও মো. নাহিদুর রহমান উপস্থিত থেকে বিয়ের আনুষ্ঠানিকতাও  সম্পন্ন করেন।

জানা যায়, স্থানীয় হতদরিদ্র নারায়ণ শীল নাড়ুর মেয়ে সুমিত্রা শীল কিছুটা প্রতিবন্ধি। হতদরিদ্র বাবা মেয়ে নিয়ে চরম দুশ্চিন্তায় দিনাতিপাত করছিলেন। এ পরিস্থিতির মধ্যে সুচিত্রার বিয়ে ঠিক হয় গোয়ালন্দ বাজার এলাকার দাসপট্টি মহল্লার বিকাশ দত্তের সঙ্গে। দরিদ্র বাবা নারায়ণ শীল বিয়ের খরচ সামাল দেয়ার সক্ষমতা ছিল না। বিষয়টি জানাজানি হলে এগিয়ে আসে স্থানীয়রা।

গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ঘটনাটি ইউএনও নাহিদুর রহমানকে জানালে তিনি তৎক্ষণাৎ ব্যবস্থা নেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিয়ের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। এ সময় গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম কনেকে বিয়ের একটি শাড়ি উপহার দেন। বিয়ের রাতে ইউএনও নিজে উপস্থিত হয়ে বিয়ের কার্যক্রম সম্পন্ন করতে সহায়তা করেন। স্থানীয় বাসিন্দারা এ সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং প্রশাসনের এমন মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান বলেন, ‘উপজেলা প্রশাসন সবসময় অসহায় ও দুস্থদের পাশে থাকে। এই মেয়ের বিয়েতে পাশে থাকতে পেরে আমি আনন্দিত। ক্ষুদ্র নৃ জনগোষ্ঠীর মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।’

স্থানীয়রা বলছেন, এই সহানুভূতিশীল ভূমিকার কারণে গোয়ালন্দে প্রশাসন ও জনগণের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।