
বাগেরহাটের মোরেলগঞ্জে তেতুলবাড়িয়া বাজারের কাছে একটি মৎস্যঘের থেকে হাসান শেখ (২৬) নামে এক নববিবাহিত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাত্র ১৫ দিন আগে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন হাসান, অথচ অল্প সময়ের ব্যবধানে লাশ হয়ে ফিরলেন তিনি।
নিহত হাসান মোংলা উপজেলার উত্তর মালগাজী গ্রামের হাসেম শেখের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে ভাড়ায় অটোরিকশা চালাতে বের হয়েছিলেন হাসান। এরপর আর ফেরেননি। তার নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মোংলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
হাসানের মামা সায়েদুল খান জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা কৌশলে হাসানকে দূরে নিয়ে গিয়ে হত্যা করে তার অটোরিকশা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে সোমবার (২৮ এপ্রিল) তার মরদেহ মৎস্যঘেরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজিব আল রশিদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের চাচা মো. রবিউল শেখ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মহিদুল ইসলাম। হত্যাকাণ্ডের পেছনে আসল কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।